মন্ত্রিপরিষদের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি মোহাম্মদ শফিউল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। শফিউল ইসলাম বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পেয়ছেন। দুটি নিয়োগ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের জানান। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে উপস্থিত সাংবদিকদের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ সচিব আরও বড় দায়িত্ব নিয়ে দেশের সেবার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের অলটারনেটিভ ডাইরেক্টর হচ্ছেন। এ বিষয়ে সব কিছু চূড়ান্ত হয়ে গেছে।
আগামী তিন বছরের জন্য ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক সদর দপ্তরে বাংলাদেশ মিশনের দায়িত্ব নিয়ে যাচ্ছেন তিনি। তবে এই সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন এখনও হয়নি। খন্দকার আনোয়ার ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন। ২০১৩ সালে তিনি সচিব এবং ২০১৭ সালে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান। ১৯৮৩ বিসিএস ব্যাচের কর্মকর্তা আনোয়ার পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণে। ডেভলপমেন্ট প্ল্যানিং এ তার একটি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও রয়েছে। খন্দকার আনোয়ারের স্ত্রী বেগম কামরুন নাহারও একজন সচিব। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।