পিরোজপুরের কাউখালী দক্ষিণ বন্দরে আগুনে ৫টি বসতঘর ও ৩টি দোকান ভস্মিূত হয়েছে। আজ সোমবার ভোর পাচঁটার দিকে শহরের মধ্য বাজারে এ অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস ও এলকাবাসি মিলে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা ও বাসিন্দারা দাবি করেছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। স্থানীয়দের সূত্রে জানাগেছে, আজ সোমবার ভোরে ফজরের নামাজের পরপরই মুসুল্লীরা শহরের মধ্যবাজার গলিতে আগুন জ্বলতে দেখেন। এলাকাবাসি ছুটে আসার আগেই আগুন কয়েকটি দোকান ও আশেপাশের বাসাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনে অরুণ কুণ্ডু, বিপ্লব কুণ্ডু ও কৃষ্ণ কুণ্ডুর বসতঘর পুড়ে ছাই হয়। এছাড়া ডা. হেমায়েত হোসেন এর বাসার নিচতলা ও দোতলা আংশিক পুড়ে যায়।
এছাড়া উত্তমের চায়ের দোকান, নাদিম গার্মেন্টস, রতন ট্রেইলার্স আগুনে সম্পূর্ণ ভস্মিভূত হয়। কাউখালী বন্দর ব্যবসায়ি সমিতির সভাপতি মো. মাউদুদ খান জানান, এ ভয়বহ অগ্নিকা-ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি ও বাসিন্দারা নিস্ব হয়ে পড়েছেন। এ ব্যাপারে কাউখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।