
প্রকাশ: ২৪ আগস্ট ২০১৯, ৫:৩

বরিশাল নগরীর কাশিপুর এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ১২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে ওই এলাকার ডিআইজি অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করেন এয়ারপোর্ট থানা পুলিশ। গ্রেপ্তাররা হচ্ছেন- বরিশালের বানারীপাড়া উপজেলার ছোট ভৎসর গ্রামের বাসিন্দা মোবারক সরদারের ছেলে সোহাগ সরদার (২৯) এবং বরগুনা সদরের কলেজপাড়ার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে মেহেদী হাসান মনির (৪৩)।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব