প্রকাশ: ৬ আগস্ট ২০১৯, ১:৩৩
এডিস মশা নিধনে ভারত থেকে আনা নতুন ওষুধের কার্যকারিতা পরীক্ষা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি)। নতুন এই ওষুধে ৮০ শতাংশের বেশি মশা অজ্ঞান হয়ে পড়েছে। তাই প্রাথমিকভাবে ওষুধ পাস করেছে বলে জানিয়েছে সিটি করপোরেশনের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। মঙ্গলবার (৬ আগস্ট) ডিএসসিসি নগর ভবনে তিন ধরনের ওষুধের তিনটি করে মোট নয়টি নমুনা ওষুধের পরীক্ষা করা হয়।
এ সময় ডিএসসিসি মেয়র সাঈদ খোকন এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তার উপস্থিতিতে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন ডিএসসিসির প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান। পরীক্ষায় ছিলেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ মিনতি সাহা এবং কৃষি অধিদফতরের প্ল্যান্ট প্রটেকশন উইং এর যুগ্ম পরিচালক ড. আমিনুল ইসলাম।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব