বোরহানউদ্দিনে ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৫ই আগস্ট ২০১৯ ০৮:৪৩ অপরাহ্ন
বোরহানউদ্দিনে ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

পরিবেশ রাখি পরিস্কার বন্ধ করি মশার বিস্তার, নিজ আঙিনা পরিস্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি এ শ্লোগানকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে সরকারী, বেসরকারী,স্বায়ত্বশাসিত দপ্তর, উপজেলার সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা, ইউনিয়ন পরিষদগুলোতে একযোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চলে। সোমবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ওই অভিযান চলে।

সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন। বোরহানউদ্দিন কামিল মাদ্রাসায় পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন মাদ্রাসা অধ্যক্ষ এবি আহমদ উল্যাহ আনছারী। সরকারী আব্দুল জব্বার কলেজে পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন কলেজ অধ্যক্ষ এসএম গজনবী। 

ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটে অধ্যক্ষ প্রকৌশলী তাজুল ইসামের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান চলে। বোরহানউদ্দিন মহিলা ডিগ্রী কলেজে পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন কলেজটির অধ্যক্ষ হারুন-অর-রশীদ। পরিচ্ছন্নতা অভিযানে স্ব-স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী অংশ নেন। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব