শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি। মঙ্গলবার বেলা ১১টার সময় পৌরসভার এক হাজার পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরন করা হয়। জেলা প্রশাসন কাজী আবু তাহের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারন সম্পাদক বাবু অনল কুমার দে, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায়, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী হাচান আলী রাড়ী, সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন।
নড়িয়া পৌরসভার মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ীর উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য সৈয়দ হেমায়েত হোসেন, নড়িয়া উপজেলা সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদশা শেখ, জেলা পরিষদের সদস্য আলমগীর হোসেন, আলম বয়াতী,ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রব খান, ফতেজঙ্গপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আলী হোসেন, মোক্তারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম চৌকিদার,ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক বেপারী।
প্রধান অতিথি বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ এর পূর্বে তিনি বন্যা কবলিত এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন কালে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবারের বর্ষায় নদী ভাঙন থেকে রক্ষা পেতে সর্বশক্তি নিয়োগ করে কাজ করছে। এবারের বর্ষায় আমাদের টার্গেট ছিল ২৮ লাখ জিওব্যাগ ডাম্পিং করার। মঙ্গলবার পর্যন্ত ২৮ লাখ ৪৯ হাজার ৮৭২টি জিওব্যাগ ডাম্পিং করা হয়েছে। ভাঙন রোধে চারটি ড্রেজার কাজ করছে। আমরা নড়িয়া উপজেলায় শুধু ৬ কিলোমিটার নয়, জাজিরা উপজেলার উজানের ৩ কিলোমিটারেও ভাঙন রোধে কাজ করছি। নড়িয়া উপজেলাকে সর্বোচ্চ প্রধান্য দিয়ে জেলার ১৫টি পয়েন্টে কাজ করছি। সবার সহযোগিতায় আমরা নড়িয়ায় ভাঙন রোধ করতে পেরেছি। এ সময় পৌরসভার সম্মানিত কাউন্সিলর, আওয়ামী লীগও গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।