
প্রকাশ: ১৭ জুলাই ২০১৯, ১৭:৩২

কক্সবাজারে ইয়াবার চালান খালাস করতে গিয়ে চাঁদপুর ও যশোরের দু’যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন, চাঁদপুর জেলার দক্ষিণ মতলবের চরমুকুন্দী এলাকার মোঃ রেজোয়ান সওদাগরের ছেলে মোঃ আসমাউল সওদাগর (৩৫) ও যশোর জেলার কোতয়ালী বসুন্দিয়া এলাকার (বর্তমান ঠিকানা ফতুল্লাহ থানার নারায়নগঞ্জ) মোঃ জব্বার আলীর ছেলে মোঃ জাবেদ মিয়া (৩৪)। ১৭ জুলাই ভোর রাত সাড়ে ১২ টার দিকে টেকনাফ উপজেলার জাদিমোড়া সংলগ্ন জালিয়া ঘাট (শিকলগাড়া) এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ৫ হাজার পিস ইয়াবা ও তিন রাউন্ড কার্তূজ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির তিন সদস্য আহত হন।
বিজিবি সুত্র জানায়, গোপন সংবাদে জানতে পারে যে, মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে একটি ইয়াবার বড় চালান জালিয়া ঘাট (শিকল গাড়া) স্থান হতে প্রবেশ করবে। এ সংবাদের ভিত্তিতে বিজিবর একটি বিশেষ দল বর্ণিত স্থানে অবস্থান নেয়। ভোর রাত সাড়ে ১২ টার দিকে কয়েকজন লোক নাফ নদী সংলগ্ন খালে প্রবেশ করলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করা মাত্র বিজিবির উপর আকষ্মিক গুলি বর্ষণ করতে থাকে। বিজিবিও জান মাল রক্ষার্থে কৌশলগত অবস্থান নিয়ে পাল্টা গুলি চালায়। প্রায় ৫/৬ মিনিট গুলি বিনিময় হওয়ার পরে অস্ত্রধারীরা পিছু হটে। ঘটনাস্থল ব্যাপক তল্লাাশি করে দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় কাদামাটি হতে উদ্ধার করে। তাদের শরীরে রক্ষিত অবস্থায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। একই স্থানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড কার্তূজ উদ্ধার করা হয়। রক্ষিত আইডি হতে তাদের পরিচয় সনাক্ত করে নিহতদের ঠিকানা পাওয়া যায়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল ফয়সল হাসান খান (পিএসসি), সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তিনি আরো বলেন, আহত সিপাহীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

ইনিউজ ৭১/এম.আর