
প্রকাশ: ১৫ জুলাই ২০১৯, ৪:৪৫

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট কাভার্ট ভ্যানের চাপায় গুরুতর আহত হয়েছেন। মুমুর্ষ অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সার্জেন্ট কিবরিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় শেবাচিমের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন। এদিকে ঘাতক ট্রাক ও তার চালককে ঝালকাঠি জেলার নলছিটি থানা পুলিশ আটক করেছে। আজ সোমবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ ঘটনা ঘটে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব