আদালতে প্রকাশ্যেই ছুরি মেরে হত্যা ( ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: সোমবার ১৫ই জুলাই ২০১৯ ০৩:০০ অপরাহ্ন
আদালতে প্রকাশ্যেই ছুরি মেরে হত্যা ( ভিডিও)

কুমিল্লায় আদালতের এজলাসে বিচারকের সামনেই ছুরিকাঘাত করে ফারুক ( ২৮) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার ৩নং আমলি আদালতে এ ঘটনা ঘটে। নিহত ফারুক মনোহরগঞ্জ উপজেলার অহিদুর রহমানের ছেলে। ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘাতক হাসানকে আটক করেছে। তারা উভয়ই একটি হত্যা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

কোতোয়ালি থানার ওসি সালাহউদ্দিন আহমেদ জানান, নিহত ফারুক (২৮) এবং হামলাকারী হাসান দুইজন সম্পর্কে মামাত-ফুফাত ভাই। একটি মামলার শুনানি হাজিরা দিতে মনোহরগঞ্জ থেকে তারা আদালতে এসেছিলেন।


এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, এত নিরাপত্তার মাঝেও আসামির ছুরি নিয়ে আদালতে প্রবেশের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


এই আদালতের পিপি জহিরুল ইসলাম সেলিম জানান, আদালত কক্ষে ছুরিকাহত ফারুককে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ফারুকের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে আছে বলে জানিয়েছে ওসি।