মাদরাসার মাঠে পানি জমে আছে সরাইল- নাচিরনগর সড়কের পাশে সরাইল উপজেলা রহমাতুল্লিল আলামীন দাখিল মাদসার। সামান্য বৃষ্টি হলেই মাদরাসার মাঠে পানি জমে যায়। কয়েক দিনের বৃষ্টিতে মাঠে হাঁটু পানি জমে গেছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে প্রায় শত শত শিক্ষার্থী। শিক্ষার্থীরা আরোও জানান এই পানি পারিয়ে তাদের পানিবাহিত চর্মরোগসহ আরও বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে।
সরাইল রহমাতুল্লিল আলামীন দাখিল মাদরার প্রধান শিক্ষক আবু আকাছ হায়দার বলেন, সামান্য বৃষ্টিতে পানি অনেক দিন জমে থাকে। জমে থাকা পানি নিষ্কাশন এবং সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। মানবিক দিক বিবেচনা করে বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তিনি জোর দাবি জানিয়ে ছেন। তিনি এ প্রতিবেদকে আরো বলেন, মাদরাসার পাশে পুকুর বৃষ্টি হলে মাদরাসার মাঠে হাঁটু পানি হয়, পুকুরের পশ্চিম পাশে খালে পানি চলাচলের সুব্যবস্থা প্রায় বন্ধ। এ কারণে বৃষ্টি হলে মাঠে হাঁটু পানি জমে, মুল কারণ হল সরাইলের খাল ভরাটের ফলে পানি নিষ্কাশন হয় না।
সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান এ প্রতিবেদককে বলেন, সরাইলের প্রধান প্রধান খাল দখল করে ভরাটের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় মাদরাসার পাশে পুকুরটি বড়ে মাঠে পানি জমে। তবে পানি যেন না জমে দ্রুত ব্যবস্থা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা বলেন, মাঠে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতে পানি জমে। পানি যেন মাঠে না জমে সে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।