মাদারীপুর সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে পরিষদের নতুন অডিটোরিয়াম ভবনে নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের আয়োজনে অভিষেক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুদ্দিন গিয়াসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক নৌ মন্ত্রী শাহজাহান খান এম পি। এ সময় বক্তব্যে রাখেন নব নির্বাচিত চেয়ারম্যান ওবাইদুর রহমান কালু খান,ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভুইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান নারিগিস আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, রাজৈর উপজেলার চেয়ারম্যান মোতালেব মিয়া, সহ মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার লোকজন। অভিষেক অনুষ্ঠান শেষে পরিষদের হলরুমে নতুন পরিষদ নিয়ে অনুষ্ঠিত হয় প্রথম মাসিক সাধারসভা অনুষ্ঠিত হয়। উল্লেখ গত ১৮জুন সদর উপজেলা নির্বাচনে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম ভূঁইয়া তালা প্রতীকে, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোসা: নারগিস আক্তার কলস প্রতিকে নির্বাচিত হয়েছেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।