কলাপাড়ায় এনজিওর কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় সোহাগ ফকির (৩০) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রবিবার সকাল ১০টার দিকে টিয়াখালী ইউনিয়নে রজপাড়া গ্রামের তার শ্বশুর লাল মিয়ার বাড়িতে সবার অগোচরে তিনি গলায় ফাঁস দেন। নিহত সোহাগ ফকির কলাপাড়া পৌর শহরের বাদুরতলীর এলাকার লতিফ ফকিরের ছেলে। স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে সোহাগ শ্বশুর বাড়িতে ঘর তৈরী করে থাকতেন। বিভিন্ন এনজিও থেকে তিনি ঋন নিয়েছেন।
রবিবার সকালে এনজিওর টাকা নিয়ে প্রতিবন্ধী বউয়ের সাথে বাকবিতন্ডা হলে তিনি সবার অগোচরে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিনরুল ইসলাম জানান, এঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ধারনা করা হচ্ছে এনজিওসহ দায় দেনায় জর্জরিত থাকায় সে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।