ভোলার বোরহানউদ্দিনে ইয়াবা বিক্রেতা উপজেলার পক্ষিয়া ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের মেম্বার মামুন ও তার স্ত্রী লাইজুকে স্ত্রীঘরে পাঠিয়েছে থানা-পুলিশ। মামুন পক্ষিয়া ইউনিয়নের সাত নাম্বার ওয়ার্ডের মৃত আলী আকবরের ছেলে। এর আগেও পুলিশ মামুনকে একাধিকবার মাদক সহ আটক করে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক(এস আই)মুহাইমিনুল ইসলাম জানান, রবিবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি মামুন মেম্বারের বাসায় অভিযান চালান। ওই সময় তার বসত ঘরের খাটের তোষকের নীচ থেেক ৫২ পিচ ইয়াবা সহ মামুন ও তার স্ত্রী লাইজুকে আটক করেন।
বোরহানউদ্দিন থানার ওসি মু. এনামুল হক জানান, তারা স্বামী-স্ত্রী চট্রগ্রাম থেকে মাদক এনে বিক্রির তথ্য তাদের কাছে ছিল। রবিবার তাদের হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।