বরিশালের আগৈলঝাড়ায় সরকার বিরোধী নাশকতা সৃষ্টিকারী গাড়ি পোড়া মামলায় দেবর নুরুল ইসলামকে এবার ভাবীকে মারধরের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার রাজিহার গ্রামে বড় ভাবীকে মারধর করে দেবর নুরুল ইসলাম।
ওই ঘটনায় ভাবী মরিয়ম বেগম বাদী হয়ে শুক্রবার মামলা দায়ের করেন, নং-৫ (১২.৭.১৯)। ভাবীর দায়ের করা মামলায় শনিবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহাবউদ্দিন অভিযুক্ত দেবর মো. নুরুল ইসলাম সরদারকে (২৮) গ্রেফতার করেন। গ্রেফতারকৃত নুরুল ইসলামের বিরুদ্ধে প্রায়ই তার ভাবীদের মারধর করার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত নুরুল ইসলাম ওই গ্রামের মালেক সরদারের ছেলে ও সরকার বিরোধী নাশকতা সৃষ্টিকারী গাড়ি পোড়া মামলার আসামী। বর্তমানে সে জামিনে রয়েছে। রবিবার সকালে গ্রেফতারকৃত নুরুল ইসলামকে আদালতে প্রেরণ করেছেৃ পুলিশ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।