বরগুনা শহরের কলেজ রোডে দিনের বেলায় প্রকাশ্যে শাহনেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় এর আগে নয়ন বন্ড ও তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেও এবার তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকেই ছেলে হত্যার সঙ্গে জড়িত বলে সন্দেহ করছেন রিফাতের বাবা ও মামলার বাদী আবদুল হালিম দুলাল শরীফ।
এ সময় মিন্নিকে গ্রেফতারের দাবিও জানান তিনি। শনিবার (১৩ জুলাই) রাত ৯ টা ৩০টার দিকে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানানোর পর রবিবার সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাবের চত্বরে মিন্নির গ্রেফতারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে বরগুনার বিভিন্ন স্তরের লোকজন। এসময় বক্তারা বলেন মিন্নীকে আটক করে পুলিশ জিজ্ঞসা বাদ করলে আরো অনেক কিছু বের হয়ে আসবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।