
প্রকাশ: ১৩ জুলাই ২০১৯, ১:৩৪

সুশাসন নিশ্চিত করা ছাড়া সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির সব প্রচেষ্টাই বিফলে যাবে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। শনিবার (১৩ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাসদের জাতীয় কমিটির সভায় তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন ও সমৃদ্ধির প্রচেষ্টা চলছে। কিন্তু যদি সুশাসন নিশ্চিত করা না যায়, তাহলে তা বিফলে যাবে। জঙ্গি দমনের মতোই সুশাসনের প্রশ্নে সরকারকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আইনের কঠোর প্রয়োগ এবং প্রশাসনের কর্তাব্যক্তিদের আইনানুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব