যুবলীগ সভাপতির শাশুড়ির দোকান ভেঙ্গে খালে ফেলে দিল সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১৩ই জুলাই ২০১৯ ০৭:১২ অপরাহ্ন
যুবলীগ সভাপতির শাশুড়ির দোকান ভেঙ্গে খালে ফেলে দিল সাধারণ সম্পাদক

পিরোজপুরের ইন্দুরকানীতে বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতির শ্বাশুড়ির দোকান ভাংচুর করে খালে ফেলে দিয়েছে একই কমিটির যুবলীগ সাধারন সম্পাদক শেখ শামীম। শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার চন্ডিপুর হাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খবর পেয়ে ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান বিকালে সরেজমিনে পরিদর্শণ করে অভিযুক্ত যুবলীগ নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ভুক্তোভুগি পরিবারকে। 

শুক্রবার সন্ধ্যায় সরেজমিনে গেলে গৃহবধূ জাহানুর বেগম জানান, উপজেলার চন্ডিপুর হাটে কালাম বাগার কাছ থেকে ১৫ বছর আগে এক খন্ড জমি কিনে ঐ জমিতে একটি দোকানঘর নির্মান করেন তিনি। কিন্তু ঐ জমির মালিকানা নিয়ে স্থানীয় ইদ্রিস খানের সাথে দীর্ঘ ৩ বছর ধরে দ্বন্দ চলে আসছে জাহানুর বেগমের। এনিয়ে বহুবার শালিশ বৈঠকও হয়েছে। শুক্রবার দুপুরে তিনি বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শেখ শামীমকে নিয়ে আসেন চন্ডিপুর হাটে। এরপর শামীম তার নেতৃত্বে ঐ গ্রহবধূর দোকানের সাঁটার ভেঙ্গে পার্শ্ববর্তী খালে ফেলে দেয়। এসময় শামীম ও তার লোকজন দোকানের বিভিন্ন ধরনের মুদি মনোহারি মালামাল বিনস্ট করে বলে অভিযোগ করেন জাহানুর বেগম। পরে বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানালে বিকালে ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেন।

এ ব্যাপারে জাহানুর বেগম জানান, স্থানীয় ইদ্রিস খানের কাছ থেকে প্রায় ৪৫ বছর আগে কালাম সেখ ঐ জমি ক্রয় করেন। পরে কালামের কাছ থেকে আমি ১৫ বছর পূর্বে ঐ জমি ক্রয় করে সম্প্রতি একটি দোকান ঘর নির্মান করি। কিন্তু  ইদ্রিস ভাড়াটিয়া লোকজন এনে আমার দোকানে ভাংচুর করে সাটার খুলে খালে ফেলে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তবে এ ব্যাপারে তিনি থানায় মামলা করবেন বলে জানান। এ ব্যাপারে অভিযুক্ত ইদ্রিস আলী খান এর কাছে জানতে চাইলে তিনি এ ঘটনার সাথে জড়িত নয় বলে জানান। আরো বলেন ঐ সম্পত্তি নিয়ে কোর্টে একটি মামলা করেছি মামলা বর্তমানে চলমান আছে। আমি কারো সাথে ঝগড়া বিবাদ করতে রাজি না। আইনে যদি আমি পাই তবে আমি সম্পত্তি ভোগ দখল করবো। আর কে বা কারা এই ভাংচুরের ঘটনা ঘটিয়েছে তা আমি জানিনা।

বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান জানান, শামীম লোকজনের কাছ থেকে টাকা পয়সার বিনিময়ে বিভিন্ন ব্যক্তির জমি, দোকানপাট দখল করিয়ে দিয়ে থাকে। এলাকায় তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে যুবলীগ নেতা সেখ শামীমের সাথে ফোনে যোগোযোগ করলে বলেন, শুক্রবার আমি সারাদিন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর প্রগ্রামে পিরোজপুরে ছিলাম। আমাকে রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করা জন্য বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তার শ্বাশুড়ীর দোকান ভেঙে আমার ওপর দোষারোপ করছে বলে কেটে  দিয়ে বন্ধ করে রাখেন।  ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে আমি গতকাল বিকালে ঘটনাস্থলে পরিদর্শণ করেছি। ভেঙ্গে ফেলা দোকানের সাটার ঠিক করার জন্য বলা হয়েছে। তবে  এ বিষয়ে এখন পর্যন্ত  থানায় কেউ অীভযোগ করেনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব