ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের সাত নাম্বার ওয়ার্ডকে বাল্য বিবাহ মুক্ত করার লক্ষ্যে মির্জাকালু বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এক যুব সম্মেলনের অনুষ্ঠিত হয়।
শনিবার বেসরকারি সংগঠন এ্যাকশন এইড বাংলাদেশ এর বি.এফ.আই প্রকল্পের অর্থায়নে পোভার্টি রিমুভ এন্ড এ্যাওয়ারনেস নেটওয়ার্ক (প্রাণ) ওই সম্মেলন আয়োজন করে। সাত নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে বক্তৃতা করেন ওই ইউনিয়নের চেয়ারম্যান জনাব মানিক হাওলাদার।
আরো বক্তৃতা করেন মৃজাকালু বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও টবগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিউল্যাহ চৌধুরী, প্রাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইসমাইল হোসেন, প্রকল্প পরিচালক মো. হারুন অর রশিদ, মির্জাকালু বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরীফ প্রমুখ। ওই সময় শিক্ষক, হাসান নগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, প্রান সংস্থার যুব, ও স্কুল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।