
প্রকাশ: ১২ জুলাই ২০১৯, ৫:৩১

গত ২৬ জুন পরিকল্পিতভাবে প্রকাশ্যে স্ত্রী মিন্নির সামনে তার স্বামী রিফাতকে ……করে নয়ন ও তার ‘০০৭’ গ্রুপের সদস্যরা। এই সময় মিন্নি হত্যাকারীদের থামানোর চেষ্টা করলেও রক্ষা করতে পারেননি স্বামীর জীবন।ওই ….. পর থেকেই একের পর এক বেরিয়ে আসছে নতুন তথ্য। মিন্নিকে ঘিরেই নয়ন পূর্ব শত্রুতার জের ধরেই …..ঘটায়। জানা যায় রিফাতের আগে নয়নের সাথে বিয়ে হয়েছিল নয়নের। কিন্তু মিন্নি তা অস্বীকার করে বলেন নয়ন তাকে বিরক্ত করত। এবং এই কথা তার স্বামী রিফাত জানত।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব