
প্রকাশ: ১২ জুলাই ২০১৯, ৪:৫

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মসজিদে এক হজযাত্রীর কাছ থেকে ৫ হাজার সৌদি রিয়েল ও একটি মোবাইল চুরি হয়েছে। মসজিদটিতে নিরাপত্তা পর্যবেক্ষণ করার কোনো সিসি ক্যামেরা নেই। শুক্রবার (১২ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটেছে। ঘটনার শিকার মো. নুরুল আবসারের (৬০) শুক্রবার রাত ৯টার হজফ্লাইটে করে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব