
প্রকাশ: ১২ জুলাই ২০১৯, ২৩:৫৮

তিনদিনের সরকারি সফরে শনিবার ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়ুন। এ সফরে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বেশ কয়েকটি চুক্তি সম্পাদনের কথা রয়েছে। বাংলাদেশের পাশাপাশি তিনি তাজিকিস্তান, কিরগিজস্তান ও কাতার সফরে যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারই প্রথম ঢাকা সফরে আসছেন লি নাক-ইয়ুন। সফর চলাকালে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি বাংলাদেশি ও কোরীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব