
প্রকাশ: ১২ জুলাই ২০১৯, ২৩:১৭

সমাজসেবার ভিডিও ফেসবুকে ছড়িয়ে অনেকের কাছেই জনপ্রিয় তিনি। ছাত্রী-শিক্ষক এমনকি অফিস সহকারী কেউই রক্ষা পায়নি তার যৌন হয়রানি থেকে। প্রায় ৮ বছর ধরে নিজ ব্যবসার আড়ালে তিনি করে গেছেন এই কুকীর্তি। পুরো নাম শাফিন আহম্মেদ। উঠতি মডেল, সমাজসেবী এবং ইউটিউবার হিসেবে পরিচিত। সম্প্রতি শেফস টেবিল নামে একটি রেস্টুরেন্টে ‘সুপের সঙ্গে ব্যাটারি’ পাওয়ার ভিডিও ভাইরাল করে আলোচিত-সমালোচিত হন তিনি। এবার সেই শাফিন আহম্মেদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেছে এক তরুণী। মিরপুর-১১ নম্বরে নিজ মালিকানার শাফিনস ইংলিশ লার্নিং ইনস্টিটিউটে শিক্ষকতা করে আসছেন শেখ বুলবুল আহমেদ ওরফে শাফিন আহমেদ। গত ১০ জুলাই পল্লবী থানায় ওই মামলাটি করা হয়। মামলায় নং ২৩।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব