ফেসবুক থেকে প্রাপ্তঃ ছেলেটি হাটতে পারেনা। ডাক্টার বলেছে ৬ মাস ইন্ডিয়ার ভেলোরে চিকিৎসা গ্রহণ করলে সে হাটতে পারবে। তাতে প্রায় ৫/৬ লক্ষ টাকা খরচ হবে। তবে এ রোগ পুরোপুরি ভাল হবে না। কারণ রোগটির নাম হিমোফেলিয়া। হঠাৎ শরিরের কোন স্থান দিয়ে রক্ত বের হতে থাকে, প্লাটিলেট না দেওয়া পর্যন্ত রক্ত পড়তেই থাকে। প্রতিনিয়ত রক্ত দিতে হয়। এখন প্রতি মাসে ১০,০০০/- টাকা খরচ হচ্ছে।বাবা ভ্যানচালক। কিভাবে যোগাড় করবে এত টাকা! ইন্ডিয়াতে চিকিৎসা গ্রহণ করলেও প্রতিনিয়ত প্লাটিলেট দিতেই হবে। তবে চিকিৎসা করালে সে হাটতে পারবে বলে ডক্টর জানিয়েছেন। এছাড়া চিকিৎসা করার পর সচেতনতার সাথে নিয়ম মেনে চললে সে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে।পলাশের মা কাঁদো কাঁদো গলায় বলেন, আল্লাহ তাকে নিয়ে গেলে সে বাঁচতো আমরাও বাঁচতাম। যদিও এটা মায়ের মনের কথা নয়। ১৭ বছর বয়সী ছেলেকে কোলে নিয়ে সবকিছু করাতে হয়। হঠাৎ রক্ত পড়া শুরু হলে দ্রুত ডক্টরের কাছে নিয়ে যেতে হয় প্লাটিলেট দিতে। টাকা কিভাবে যোগাড় হবে এমন অজুহাত দেওয়ার সুযোগ নাই। এখন ইন্ডিয়াতে চিকিৎসা করানোর টাকা যোগাড় করতে দিশেহারা উত্তর কঁচুয়া গ্রামের ভ্যানচালক মোঃ আরিফ আলী ও তার স্ত্রী শেফালি খাতুন। আজ এসেছিল আমার অফিসে। আমি কিছু টাকা দিয়েছি তাদের হাতে। কিন্তু তাদের প্রয়োজন অনেক টাকা।যোগাড় কি হবে?
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।