রাঙামাটি-বান্দরবান সড়কের রাঙ্গুনিয়া অংশে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি। পাহাড় ধসে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এই সময় দুপাশের গাড়ি আটকা পড়ে যাত্রীদের দূর্ভোগ পোহাতে হয়েছিল। বুধবার (১০ জুলাই) দুপুর দুইটার দিকে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের পূর্ব কোদালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মুহাম্মদপুর এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে ছুটে যান। তাৎক্ষনিকভাবে তিনি সড়ক ও জনপদ বিভাগকে খবর দিলে তারা এসে সড়ক থেকে স্কেভেটর দিয়ে মাটি সরিয়ে নেন। এসময় অন্যদের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার, নজরুল ইসলাম তালুকদার, আ.লীগ নেতা ইকবাল হোসেন প্রমুখ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, “ পাহাড় ধসের পর সড়ক জনপদ বিভাগের লোকজনকে খবর দিলে তারা এসে সড়কের মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। তবে পাহাড় ধসের ঘটনায় কেউ হতাহত হয়নি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।