জরুরি মেরামত কাজের জন্য আজ বৃহস্পতিবার রাত ৮টা থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা রাজধানী ঢাকার পশ্চিমাংশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বুধবার ঢাকায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, রাজধানীর শ্যামলী, গাবতলী, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, মিরপুর, মোহাম্মদপুর, হাজারীবাগ, কামরাঙ্গীরচর ও এর আশপাশের এলাকা, হেমায়েতপুর এবং সাভারে গ্যাস সরবরাহ বিঘ্নিত বা চাপজনিত সমস্যা থাকবে।এছাড়া আমিনবাজার সিটি গেট স্টেশনে (সিজিএস) জরুরি মেরামতের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।