বরিশাল নগরীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের কাউনিয়া হাউজিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কাউনিয়া হাউজিং এলাকার সিকদার বাড়ির ভাড়াটিয়া ও দুলাল সিকদারের ছেলে তপু সিকদার (২০) এবং একই এলাকার নুরুল হকের ভাড়াটিয়া ও মোশারেফ হোসেনের ছেলে মো. তারেক হোসেন (৩০)।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে তপু সিকদারকে একটি গাঁজা গাছসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে একই এলাকার নুরুল হকের বাসা থেকে আরেকটি গাঁজা গাছসহ তারেক হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।