বেসরকারি হজযাত্রীদের টিকিট ইস্যু রোববারের মধ্যে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১১ই জুলাই ২০১৯ ১২:৫২ অপরাহ্ন
বেসরকারি হজযাত্রীদের টিকিট ইস্যু রোববারের মধ্যে

চলতি বছর হজ কার্যক্রমে অংশ নেয়া সব বেসরকারি এজেন্সিকে বিমান টিকিট ইস্যু করতে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার (১০ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব এজেন্সি এখনও তার অধীন হজযাত্রীদের সম্পূর্ণ বা আংশিক বিমানের টিকিটের জন্য এয়ারলাইন্স বরাবর পে অর্ডার ইস্যু করেনি, সেসব এজেন্সিকে আগামী ১৪ জুলাইয়ের (রোববার) মধ্যে সংশ্লিষ্ট হজযাত্রীর অনুকূলে টিকিট করার জন্য প্রি-অর্ডার ইস্যুর নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

যথাসময়ে প্রি-অর্ডার সম্পূর্ণ করতে হজ নিবন্ধনকারী ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করে, ১৪ জুলাইয়ের মধ্যে সব পে অর্ডার করার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

ইনিউজ ৭১/এম.আর