ঢাকায় ১০ দিনেই হাসপাতালে ১৩শ’ ৮৪ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১১ই জুলাই ২০১৯ ১১:৫৭ পূর্বাহ্ন
ঢাকায় ১০ দিনেই হাসপাতালে ১৩শ’ ৮৪ ডেঙ্গু রোগী

সিটি করপোরেশনের কোন আশ্বাসেই কাজ হচ্ছে না। হাসপাতালে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জুলাই মাসের প্রথম ১০ দিনেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩শ’ ৮৪জন ডেঙ্গু রোগী।ভুক্তভোগীদের অভিযোগ, ভয়াবহ রূপ নিলেও মশা নিধনে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। আর রোগটি প্রতিরোধে, এডিস মশার নিধনকেই একমাত্র পথ বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বাসাবোর আদিত্য ও সৌভিক- দুই ভাই তিনদিন ধরে হাসপাতালে ভর্তি। হাসপাতালে আসার আগে বাসায় আটদিন ধরে জ্বরে ভুগেছেন। হাসপাতালে আসার পর পরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। 

তিন বছরের ছেলেকে নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি তার মায়ের কাছে জ্বর মানেই আতংক। কারণ, গেল মাসেও ছেলে ডেঙ্গু জ্বরে ভুগেছে। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে বুধবারই ভর্তি হয়েছেন ১৬ জন। এ বছর ডেঙ্গুর ভয়াবহতা বেশি। তাই জ্বর আসলে অবহেলা না করে চিকিৎসকের কাছে যাওয়ার তাগিদ দিলেন মেডিসিন বিশেষজ্ঞরা। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন জরুরি। তাই মশা জন্মাতে ও বাস করতে পারে- এমন সব জায়গা, ঘর-বাড়িসহ আশ-পাশে পরিষ্কার রাখার পরামর্শ দিলেন তিনি। 

ইনিউজ ৭১/এম.আর