কলাপাড়ায় রূদ্র-৩ নামের যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাট্যারি চালিত একটি অটো রিক্সা দুমড়ে মুচড়ে গেছে। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের পাখিমারা সংলগ্ন আমিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছে আটো চালক জহিরুল হক। স্থানীয়রা আহতকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, রুদ্র-০৩ নামের যাত্রীবাহি বাসটি কুয়াকাটা থেকে পটুয়াখালির উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় বেপড়োয়া গতির বাসটি সড়কের পাশে থামানো অটো রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হয় অটো চালক জহিরুল। অটো রিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে আটক করেছে বলে জানা গেছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।