কলাপাড়ায় সরকারি খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক শামসুল হুদার বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে পৌর শহরের এতিমখানা সড়কের সমাজ কল্যান অফিস সংলগ্ন ভাড়া বাসায় এ চুরির ঘটনা ঘটে। এসময় সংঘবদ্ধ চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ষ্টিল আলমিরা ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
শিক্ষক শামসুল হুদা জানান, ওয়াল টিনসেড বাসার পিছনের জানালার গ্রিল গ্যাস দিয়ে কেটে চোরের দল প্রবেশ করে। ঘরে ল্যাপটপ, একাধিক মোবাইল ছড়ানো ছিটানো থাকলেও চোরেরা শুধু টাকা ও সোনা নিয়ে যায়। এর আগেও কলাপাড়া পৌর শহরে একাধিক বাসায় চুরির ঘটনা ঘটলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় পৌরবাসী রয়েছে চোর আতংকে।
এ ঘটনায় কলাপাড়া থানায় অভিযোগ করা হয়েছে বলে ওই শিক্ষক জানান। কলাপাড়া থানার ওসি(তদন্ত) মো. আসাদ জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।