পিরোজপুরের ভান্ডারিয়ায় সফরে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১০ই জুলাই ২০১৯ ০৬:১৩ অপরাহ্ন
পিরোজপুরের ভান্ডারিয়ায় সফরে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আজ বুধবার সকালে পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় এক শুভেচ্ছা সফরে আসেন। এ সময় রাষ্ট্রদূত সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির সাথে তার বাস ভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ সময় জলবায়ূ পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অ লে বন্যা, লবনাক্ততা ও ঘূর্নীঝড় জলচ্ছাস এবং ভান্ডারিয়া উপজেলায় জলবায়ূ পরিবর্তনে অভিঘাত মোকাবেলায় গৃহীত বিভিন্ন কর্মসূচীর বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। সি ই আই পি ( উপকূলীয় বাধ উন্নয়ন প্রকল্প) প্রকল্প পরিচালক মোঃ হাবিবুর রহমান ভান্ডারিয়া উপজেলায় বাস্তবায়নাধীন প্রকল্প বিষয়ে রাষ্ট্রদূতকে ধারনা দেন।

এছাড়া ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম পরিবেশ সংরক্ষনে ভান্ডারিয়ায় গৃহীত ও চলমান প্রকল্প সম্পর্কে বর্ননা দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম প্রমূখ। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব