ভারী বর্ষণে রাঙ্গুনিয়ার বগাবিলী সড়কে ধস, জনদুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৯ই জুলাই ২০১৯ ০৯:২১ অপরাহ্ন
ভারী বর্ষণে রাঙ্গুনিয়ার বগাবিলী সড়কে ধস, জনদুর্ভোগ চরমে

কয়েকদিনের টানা বর্ষণে রাঙ্গুনিয়ার বগাবিলী সড়কে ধস দেখা দিয়েছে। সড়কটি পাশ্ববর্তী ইছামতী নদীতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করছে স্কুলগামী শিক্ষার্থীরাও। জনদুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন স্থানীয়রা। 

স্থানীয় সুত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ জুন ভয়াবহ বন্যায় সড়কটি ধসে গিয়ে বেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরপর থেকে বিধ্বস্ত সড়ক দিয়েই মানুষ এতদিন যাতায়াত করে আসছিল। চলতি বছরের মার্চ মাসে স্থানীয়রা লক্ষাধিক টাকা ব্যয়ে স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করে। বালুভর্তি বস্তা সহ বেড়িবাঁধ দিয়ে সড়কটি চলাচলের উপযোগী করে তোলা হয়।  সম্প্রতি আবারও টানা বৃষ্টিতে এটি পুনরায় ধসে গিয়ে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। বগাবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম ইকবাল রশীদ বলেন, ‘বিদ্যালয়ে আসাযাওয়ার একমাত্র সড়ক এটি। এটি দিয়ে প্রতিদিন বিদ্যালয়ের  ৮ শতাধিক শিক্ষার্থী চলাচল করে। তাই জনস্বার্থে সড়কটি দ্রুত সংস্কার করা সময়ের দাবী।’

স্থানীয় মো. রফিক বলেন, সড়কটি প্রতি বছর বর্ষা এলেই ইছামতী নদীতে তলীয়ে যায়। এরপর এলাকার মানুষ টাকা উঠিয়ে স্বেচ্ছাশ্রমে এটি পুনরায় সংস্কার করেন। এবছরও সংস্কার করা হয়েছিল। কিন্তু আবারও ধসে গিয়ে চরম বিপাকে পড়েছি আমরা।’ রহিম উদ্দিন নামে অপর এক ব্যক্তি বলেন, বগাবিলী সড়কটি এই এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান সড়ক। এটি বিধ্বস্ত হওয়ায় এলাকাবাসীর যোগাযোগ অনেকটা বন্ধের উপক্রম হয়েছে। তাই এটি দ্রæত সংস্কার করা জরুরী। এক্ষেত্রে তিনি রাঙ্গুনিয়ার সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের হস্তক্ষেপ কামনা করেছেন।

সোমবার (৮ জুলাই) সকালে সড়কের এই বেহাল দশা পরিদর্শনে আসেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। এসময় সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, ‘শিক্ষার্থী ও এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’য় যাতায়াতের একমাত্র সড়কটি। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব