শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নে স্থানীয়দের তথ্যের ভিত্তেতে এক কিশোরের ভেশাল জাল থেকে গলায় কলস বাঁধা অবস্থায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার(৮ জুলাই) রাত সাড়ে ৯ টায় সখিপুর-কাশিমপুর সড়কের পূর্বপাশের একটি প্রবাহমান খাল থেকে আনুমানিক ৩৮ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করে সখিপুর থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় ঐ কিশোর সোমবার বিকেলে খালটিতে তার ভেশাল জাল দিয়ে মাছ ধরছিল।
এ সময় হঠাৎ করে বিশাল ওজনের কারনে জালটি টেনে তুলতে পারছিল না সে। পরে পাশের একজনকে ডেকে জাল টেনে তুলছিল তারা। কিন্তু বড় মাছ ভেবে জালটি টেনে তুললে হঠাৎ এক নারীর লাশ দেখতে পেয়ে ভয়ে তারা চিৎকার করছিল। পড়ে স্থানীয়রা বিকেলে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে ভেদরগঞ্জ থানা সার্কেল রাত সাড়ে ৯টায় এসে লাশটি উদ্ধার করে রাতেই ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ভেদরগঞ্জের সার্কেল কল্লোল কুমার দৎ বলেন, গলায় কলস বাঁধা অবস্থায় উদ্ধার করা অজ্ঞাত পরিচয় ওই নারীর লাশটির চেহারা অনেকটা বিকৃত হয়ে গেছে। কোন কারণে এবং কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। নিহত ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।