বরিশালের আগৈলঝাড়া বাজারে অবৈধ বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে জাবেদ খান নামে এক ছেলে আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার (০৮ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে জাবেদ খান (১৪) আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ি এলাকার মিজান খানের ছেলে।
জাবেদ বাজারে লেবু বিক্রি করার জন্য বাজারে আসে। তার হাতে থাকা ছাতা ব্রিজ থেকে পরে যায়। ছাতা উঠতে গেলে ওখানে অবৈধ বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে খালের মধ্যে পরে যায়।স্থানীয়রা দেখতে পেয়ে জাবেদ খান কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে আরো জানাযায়, অবৈধ ভাবে কমল দাসের মুদির দোকানের নিচ থেকে স্বপন মুদির দোকানদার এবং মনিন্দ্র ফলের দোকানদার অবৈধ ভাবে বৈদ্যুতিক লাইন নেওয়ার কারনে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে জাবেদ খান আহত হয়েছে। হাসপাতালের ডাক্তার বকতিয়ার আল মামুন বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে জাবেদ খানের অবস্থা খারাব দেখে বরিশাল শেরে বাংলা হাসপতালে পঠানো হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।