রিফাত হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৮ই জুলাই ২০১৯ ০২:১৫ অপরাহ্ন
রিফাত হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার

বরগুনা সরকারি কলেজের কলা ভবনের পাশে ক্যান্টিন সংলগ্ন ডোবা থেকে রিফাত শরীফকে হত্যায় ব্যবহৃত একটি রামদা উদ্ধার করেছে পুলিশ। রিমান্ডে থাকা রিফাত ফরাজীর স্বীকারোক্তির পর সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রামদাটি উদ্ধার করে পুলিশ।

বরগুনার অতিরক্তি পুলিশ সুপার মো. শাহ্জাহান সাংবাদিকদের জানান, রিফাত ফরাজী সাত দিনের রিমান্ডে রয়েছেনে। তার স্বীকারোক্তি অনুযায়ী একটি রামদা উদ্ধার করা হয়েছে। 

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক হুমায়ন কবীর জানান, রিফাত হত্যা মামলায় ১২ জন আসামির মধ্যে এ পর্যন্ত সন্দেহভাজনসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এক নম্বর আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ছয় জন। এছাড়া আরিয়ান শ্রাবণ নামে সন্দেহভাজন আরও এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ইনিউজ ৭১/এম.আর