প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আমাদের অর্থনীতি মূলত কৃষি ভিত্তিক কিন্তু শিল্পায়নও আমাদের একান্তভাবে প্রয়োজন। সেদিকে লক্ষ্য রেখে আমরা দেশে শিল্পায়নের মাধ্যমে অধিক হারে কর্মসংস্থানের চেষ্টা করে যচ্ছি এবং এটা সম্ভব।’ তিনি আজ এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফিনান্সিয়াল রেগুলেটরস ট্রেনিং ইনিশিয়েটিভের (এপেক এফআরটিআই) রিজিওনাল সেমিনার অন ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টরস প্রোটেকশন শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
আজ সোমবার সকাল ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ে চার দিনব্যাপী এ আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আরও বলেন, ‘যত বেশি মানুষ পুঁজিবাজারে সম্পৃক্ত হবে, শিল্পায়ন তত বেশি ত্বরান্বিত হবে।’ প্রসঙ্গত, বাংলাদেশে প্রথমবারের মতো এ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। বিএসইসি ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে এর আয়োজন করছে। যা চলবে ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত। আন্তর্জাতিক এ সেমিনারে বাংলাদেশসহ মোট ১০টি দেশ অংশগ্রহণ করবে। প্রথম দিন কনফারেন্স হলেও, পরের দিনগুলোতে সেমিনার চলবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।