সাংসদ ফিরোজ রশীদের পুত্র বধূকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: সোমবার ৮ই জুলাই ২০১৯ ১১:১৮ পূর্বাহ্ন
সাংসদ ফিরোজ রশীদের পুত্র বধূকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের ছেলের বউকে নিজ বাসায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। রোববার (৭ জুলাই) রাতে ধানমন্ডি ৯/এ-এর বাসায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ফিরোজ রশীদের পুত্রবধূর নাম মেরিনা শোয়েব। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কীভাবে ঘটনাটি ঘটেছে তা তদন্তের পর জানা যাবে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ সদস্যরা রয়েছেন। তারা বিষয়টি তদন্ত করছেন।’ প্রাথমিক তদন্তে মেরিনার বরাত দিয়ে ধানমন্ডি থানা সূত্র জানায়, রাতে বাসায় কেউ ছিল না। তখন স্বামীর পিস্তল নিজেই নিজের পেটে ঠেকিয়ে গুলি করেন মেরিনা। পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। পরিবারের লোকজন বলছে, সে নিজেই গুলি চালিয়েছে।’

ইনিউজ ৭১/এম.আর