
প্রকাশ: ৭ জুলাই ২০১৯, ২:০

ডেঙ্গুর চিকিৎসায় আগামী ১৫ জুলাই থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ডে ওয়ার্ডে মোবাইল (ভ্রাম্যমাণ) মেডিকেল টিম যাবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। রোববার সচিবালয়ে ঢাকা মহানগরীর মশা নিধন কার্যক্রম নিয়ে পর্যালোচনা সভায় এ কথা জানান তিনি। সাঈদ খোকন বলেন, ‘সাম্প্রতিক সময়ে ডেঙ্গু মশা একটা আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে এর প্রাদুর্ভাব ছড়িয়ে থাকে। বিগত কয়েক বছরের তুলনায় এবার মনে হয়েছে ডেঙ্গুর প্রকোপ কিছুটা বেশি, যদিও মাত্র মৌসুম শুরু হয়েছে, ডেঙ্গুর মৌসুম শেষ হয়নি।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব