
প্রকাশ: ৭ জুলাই ২০১৯, ০:৩২

বরগুনায় প্রকাশ্যে কুপিয়ে রিফাত শরীফকে হত্যার নতুন ভিডিও প্রকাশ হয়েছে। তাতে দেখ গেছে হত্যার উদ্দেশ্যে বরগুনা কলেজ থেকে টেনে হিঁচড়ে বের করা হচ্ছে রিফাতকে। সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রিফাত হত্যার পরিকল্পনাকারী নয়ন বন্ড হলেও কিলিং মিশনে মূল ভূমিকা পালন করে রিফাত ফরাজী। এ সময় এলোপাতাড়ি কোপাতে দেখা যায় নয়ন ও ফরাজীকে। হত্যাকাণ্ডের শিকার রিফাত শরীফ ঘটনার দিন সকাল ১০টায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে নিতে সাদা একটি মোটরসাইকেলে কলেজে আসেন। ১০টা ৩ মিনিটে রিফাত ফরাজী ৬ থেকে ৭ জনকে নিয়ে কলেজ গেটের বাইরে অপেক্ষা করতে থাকে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব