
প্রকাশ: ৬ জুলাই ২০১৯, ২৩:২৮

মৌসুমি বায়ু (বর্ষা) সক্রিয় থাকায় দেশের দক্ষিণের দুই বিভাগ বরিশাল ও চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি। অপরদিকে বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যে ঝোড়ো হওয়ার জন্য তিন সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে। শনিবার আষাঢ়ের ২২ তারিখ। এবার আষাঢ় আসার পর সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। আষাঢ়ের শেষে এসে সক্রিয় হলো মৌসুমি বায়ু। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক দিন ঢাকাসহ সারা দেশেই বৃষ্টির প্রবণতা থাকতে পারে। বৃষ্টি ঝড়ানো উত্তর-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় প্রায় সারাদেশেই কম-বেশি বৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা, থেকে থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে তাপমাত্রাও অনেকটাই কমে গেছে। আর কোথাও বইছে না তাপপ্রবাহ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব