
প্রকাশ: ৬ জুলাই ২০১৯, ২২:৫৯

বুড়িগঙ্গা নদী তীর দখল উচ্ছেদ শেষে সীমানা পিলার ও আনুষঙ্গিক কাজ উদ্বোধনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “বুড়িগঙ্গা হবে আনন্দ বিনোদনের কেন্দ্রবিন্দু। আমাদের টেমস নদী দেখার জন্য লন্ডন যেতে হবে না, বুড়িগঙ্গা গেলেই হবে।” রাজধানীর কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার তীরের খোলামোড়া ঘাটে শনিবার নদী রক্ষা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শুধু বুড়িগঙ্গা নয়, সব নদী দখলমুক্ত করা হবে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও নির্দেশে এই কাজ অবশ্যই এগিয়ে নেওয়া হবে।” ৫৫ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালের মধ্যে ৫২ কিলোমিটার ওয়াকওয়ে কাজ শেষ হবে বলে এ সময় তথ্য দেন মন্ত্রী।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব