থানা সুত্রে জানা গেছে, মাদক কেনা বেচার গোপন খবরে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পয়সারহাট ব্রীজের উপর থেকে বরিশাল কোতোয়ালী থানার মজিদপুর (পেটকাটা) গ্রামের মো. আশ্রাব আলীর ছেলে মো. শহীদুল ইসলাম (৩৬) ও আগৈলঝাড়া উপজেলার উত্তর চাঁদত্রিশিরা গ্রামের মৃত সেকেন্দার বখতিয়ারের ছেলে মো. তরিকুল ইসলাম বখতিয়ার (২২) কে গাঁজাসহ এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেন।
শুক্রবার রাতেই এসআই দেলেয়ার হোসেন গ্রেফতারকতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন, নং-১ (৫.৭.১৯)। গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।