ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর রেল ব্রিজের দু’পাশে রেলিং নেই। ভেঙে গেছে স্লিপার। চুরি হয়ে যাচ্ছে স্লিপারের সাথে লাগানো হুক-নাটবল্টু ও ডগ স্পাইক। ফলে দুর্ঘটনার আশঙ্কা নিয়েই চলছে ট্রেন। ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত প্রায় ৪শ’ মিটার দৈর্ঘ্যরে এই ব্রিজ দিয়ে ময়মনসিংহ থেকে নেত্রকোণা, কিশোরগঞ্জ, সিলেট ও চট্টগ্রাম রুটে ৩টি আন্তঃনগরসহ প্রতিদিন ১০টি ট্রেন চলাচল করে।
ব্রিটিশ আমলে নির্মিত ব্রিজের রেল লাইনের স্লিপারগুলো পুরনো। অনেক স্লিপার ভেঙ্গে গেছে। নিরাপত্তাকর্মী না থাকায় কাঠের সাথে লাগানো হুক ও ডগ স্পাইক চুরি হয়ে যাচ্ছে। দুর্ঘটনার আতঙ্কে আছেন ব্রিজের কাছে বসবাসকারী এলাকার লোকজনও। স্লিপার ভেঙ্গে যাওয়ার কথা স্বীকার করলেও ব্রিজটি ঝুঁকিপূর্ণ- মানতে নারাজ রেল কর্র্তৃপক্ষ। দ্রুত ব্রিজটি সংস্কারের দাবি যাত্রীদের।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।