পটুয়াখালী শহরের লঞ্চঘাট এলাকার এক রেস্টুরেন্ট কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার সকালে সিরাজ হোটেল নামের একটি খাবার রেস্টুরেন্টের একটি কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ওই কর্মচারীর নাম রুহুল আমিন (২০)। তিনি সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ঢেউখালী গ্রামের আবদুর রশিদের ছেলে রুহুল।সদর থানার এসআই মো. আব্দুল হাই জানান, খবর পেয়ে সিরাজ হেটেলে গিয়ে রান্নাঘরের খুটির সঙ্গে গামছায় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ওই খাবার হোটেলে রুহুল কাজ করতেন এবং রাতে হোটেলেই থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুহুল আত্মহত্যা করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।