মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন মনিরুল ইসলাম তুষার ভূঁইয়া । বৃহস্পতিবার, ০৪জুলাই ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মুহাম্মদ জয়নুল বারী।গত ১৮ জুন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয় লাভ করেন মনিরুল ইসলাম তুষার ভুইয়া। তিনি প্রয়াত জেলা পরিষদের চেয়ারম্যান বাচ্চু ভুইয়ার ছেলে।সতন্ত্র প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে সাবেক ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ৭৪ হাজার ২৫৭ ভোটের ব্যবধানে পরাজিত করে তরুণ রাজনীতিক মনিরুল ইসলাম তুষার ভুইয়া নির্বাচিত হন। তিনি পেয়েছেন ৮৭ হাজার ৮৫৬ ভোট।নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান বলেন, সততা ও নিষ্ঠার সাথে সরকারের যাবতীয় কাজ করবেন এবং তাদের নিজ উপজেলায় দূর্নীতি, সন্ত্রাস, মাদকমুক্ত ও বাল্য বিবাহমুক্ত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।