মাইকিং করে বাজারে গিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান কিনলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। বৃহস্পতিবার সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাট বাজারে গিয়ে তিনি ধান কেনেন। এরআগে বুধবার দিনব্যাপী তিনি পদুয়ায় মাইকিং করে ধান কেনার ঘোষণা দিয়েছিলেন।ইউএনওর কার্যালয় সূত্রে জানা যায়, কৃষকেরা যেন সরকারি মূল্যে ধান বিক্রি করতে পারেন, সে কারণে তাঁদের কাছ থেকে সরাসরি ধান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে প্রথম মেয়াদে সরাসরি কৃষক থেকে ২২০ মেট্টিক টন ধান কেনা হয়েছিল। নতুনভাবে আবারও ৩ শত ৬৭ মেট্টিক টন ধান কেনার বরাদ্দ আসে রাঙ্গুনিয়ায়। এই কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে পদুয়া ইউনিয়নের ৪০ জন কৃষক থেকে ৪০ টন ধান সংগ্রহ করা হয়েছে। কৃষকদের প্রতি মণ ধানের জন্য ১ হাজার ৪০ টাকা করে দেওয়া হয়েছে।
নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পেরে কৃষকেরা ইউএনওকে ধন্যবাদ জানিয়েছেন। কৃষকেরা বলেন, ইউএনও মো.মাসুদুর রহমান নিজে উপস্থিত থেকে ধান কেনায় তাঁদের কোনো সমস্যায় পড়তে হয়নি। সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পেরে আনন্দ প্রকাশ করেন কৃষকেরা।মো. মাসুদুর রহমান বলেন, কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন সরকার। সরকারি নীতিমালা অনুযায়ী কৃষি কার্ডধারী কৃষকের বাইরে প্রকৃত কৃষকরা ধান বিক্রি করতে পারবেন। তবে ধান-চাল উভয়ের সর্বোচ্চ আদ্রতা ১৪ শতাংশের মধ্যে থাকতে হবে। কৃষকের দুর্ভোগ লাঘবে এর আগেও কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে ধান কেনা হয়েছিল। এভাবে প্রত্যেক ইউনিয়নে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা কার্যক্রম চলবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।