বাউফলে শিক্ষার্থীকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৪ঠা জুলাই ২০১৯ ০৬:৪৫ অপরাহ্ন
বাউফলে শিক্ষার্থীকে পিটিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে পূর্ব শত্রুতার জের ধরে তানিয়া আক্তার (১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহত তানিয়া ৬দিন পর্যন্ত বাউফল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  রয়েছে। ওই ঘটনায় শিক্ষার্থীর মা রুশিয়া বেগম থানায় অভিযোগ দিলেও আসামীদের গ্রেফতার করছেনা বাউফল থানা পুলিশ। জানাগেছে, উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের চানু মোল্লার স্ত্রী রুশিয়া বেগমের সাথে একই বাড়ীর সামছু মোল্লার সাথে বাড়ির ভাগ বন্টন সহ বিদ্যুত সংযোগ নেয়ার টাকা নিয়ে গত শনিবার দুপরে ঝগড়া হয়। ওই দিন বিকালে রুশিয়া বেগমের কন্যা তানিয়া আক্তার দ্বিপাশা ইসলামীয়া দাখিল মাদ্রসায় ৫ম শ্রেণীর গনিত পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরছিলো। বাড়িতে প্রবেশের মুহুর্তে সামুস মোল্লা ও তার ছেলে মামুন তানিয়াকে একা পেয়ে বেধরক পিটিয়ে আহত করে। মেয়ের চিৎকার শুনে আগাইয়া আসলে মা রুশিয়া বেগম ও বোন রুমাকেও পিটিয়ে যখম করে প্রতিপক্ষরা। ওই ঘটনায় আহত তানিয়ার ভাই কামাল মোল্লা বাউফল থানায় অভিযোগ দিতে গেলে থানার এএসআই শামীম হাওলাদার তার কাছে ৫ হাজার টাকা দাবী করেন। দাবীকৃত টাকা দিলেও এখন আসামীকে গ্রেফতার করছেনা পুলিশ। এএসআই শামিম হাওলাদার জানান, আমি ঘটনাস্থলে গিয়েছি এবং তাকে জিডি করতে বলেছি সে একটি জিডি করেছে। আমি কোন টাকা নেইনি। বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা। পাঠিয়ে দেন, আমি দেখবো।