নেছারাবাদে ২৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
মোঃ হাবিবুল্লাহ মিঠূ, উপজেলা প্রতিনিধি নেছারবাদ- পিরোজপুর
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৪ঠা জুলাই ২০১৯ ০৪:২৫ অপরাহ্ন
নেছারাবাদে ২৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২

নেছারাবাদে ৭১বাংলা টিভি(অনলাইন) সাংবাদিক পরিচয়ে ২৫০ পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ। বৃৃৃৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার আকলম গ্রামের খেলার মাঠের পাশ থেকে তাদেরকে ধরে তল্লাশি চালিয়ে ২৫০ পিচ ইয়াবা পাওয়া যায়। এসময় সাথে থাকা ওই ইয়াবা সহ সাথে পাওয়া একটি বড় ভিডিও ক্যামেরা, ৭১ বাংলার ষ্টিকার লাগানো ভুম, মাইক্রোফোন ও সাংবাদিক কার্ড সহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাংবাদিক পরিচয়ধারি সোহাগ সরদার ঝালকাঠি থানার রমজানকাঠি গ্রামের শাহজাহান সরদারের ছেলে। এছাড়া অপরজন ইব্রাহিম হোসেন মুন্না কথিত সাংবাদিক সোহাগের ক্যামেরাম্যান বলে পরিচয় দিয়েছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা পুলিশের দল নিয়ে ওই এলাকায় পূর্ব থেকে অবস্থান নিয়েছিলেন। তারা(কথিত সাংবাদিকরা) এলাকায় আসতেই তাদের ধরে জিজ্ঞাসা করতেই  সোহাগ গলায় ঝোলানো সাংবাদিক কার্ড ও সাথে থাকা ক্যামেরা দেখিয়ে নিজেদের ৭১বাংলা অনলাইন টিভির সাংবাদিক পরিচয় দেয়। ঘটনাস্থলে উপস্থিতজনের সামনে তাদের দেহে তল্লামি চালালে সোহাগের কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ রিপরোর্ট লেখা পূর্ব পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওসি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বলেছে ইয়াবাগুলো তারা চট্টগ্রাম থেকে স্বরূপকাঠি নেছারাবাদে নিয়ে এসেছে। তবে কাদের কাছে ইয়াবাগুলো নিয়ে আসা হয়েছে তা এখনো জানা যায়নি বলে ওসি জানান। 

ইনিউজ ৭১/এম.আর