সম্প্রতি ঘটে যাওয়া আলোচিত রিফাত শরিফ হত্যাকাণ্ডে বরগুনার আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির উপর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করেন, বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম।
বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বরগুনা সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষার্থীর অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবীর, লে. কর্নেল (অব:) আবদুল খালেক, বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন শীল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার বরগুনা পরিবেশ আন্দোলনের সদস্য সচিব মুশফিক আরিফ প্রমূখ সহ, সচেতন নাগরিকগন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।