সার্টিফিকেট শিক্ষিতের পরিচয় বহন করেনা: এমপি মুকুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২রা জুলাই ২০১৯ ০৯:১৯ অপরাহ্ন
সার্টিফিকেট শিক্ষিতের পরিচয় বহন করেনা: এমপি মুকুল

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি বলেছেন, শুধু সার্টিফিকেট শিক্ষিতের পরিচয় বহন করেনা যদি তার ভিতর মানবিক মূল্যবোধ না থাকে। একজন শিক্ষার্থী তার শিক্ষাজীবনের বিভিন্ন ধাপে পাশ করে সার্টিফিকেট অর্জন করে।কিন্তুরাস্ট্র,সমাজ,ব্যক্তিজীবনে যদি তার মানবিক ও নৈতিক মূল্যবোধের বিকাশ না ঘটে তাকে শিক্ষিত বলা যায়না, বড়জোর সার্টিফিকেটধারী বলা যায়।

মঙ্গলবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১ শত ২৪ টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া সামগ্রী ও সাউন্ড সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে একজন শিক্ষার্থীর মূল ভিত্তি। এ ভিত্তি নৈতিক শিক্ষায় বলিয়ান হতে হবে। আদর্শ মানুষ গড়ার এ বাতিঘরের কারিগর তথা প্রাথমিক শিক্ষকদের এদিকে বিশেষ নজর দিতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একসাথে ২২ হাজার বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। তিনি প্রাথমিক শিক্ষাকে ডিজিটালাইজড করেছেন।

বর্তমান সরকারের ২০৩০ ও ২০৪১ সালের ভিশন ও মিশন বাস্তবায়নে সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্লাশ মনিটরিংয়ের আহবান জানিয়ে বলেন এ ক্ষেত্রে অবহেলার যথাযথ ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার প্রকৌশলী আহম্মদউল্লাহ প্রমুখ। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব